নুসরাত ফারিয়ার পছন্দের মার্কা ‘লিপিস্টিক’, ভাবনার ‘কাক’

লিপিস্টিক মার্কায় নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। এমনটাই জানালেন দেশের আলোচিত এই অভিনেত্রী। অন্যদিকে, আশনা হাবিব ভাবনার মার্কা কালো কাক ঠিক করে দেন দুই বাংলার আলোচিত নায়িকা ফারিয়া।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নিছক মজা করে হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনার সঙ্গে। সেখানেই দুজনের সামান্য সময়ের আলাপচারিতা উঠে আসে। সেই আলাপনে নুসরাত ফারিয়া ভাবনাকে জিজ্ঞেস করেন, আমরা দুইজন যদি ইলেকশনে দাঁড়াই তাহলে আমাদের দুজনের মার্কাটা কী হবে বলতো?

এ সময় ভাবনা বলেন, তোর মার্কা হবে… তাকে কথা শেষ করতে না দিয়ে এসময় নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপিস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।

উত্তর দিয়ে নিজেরা হেসে কুটি কুটি হন। বোঝাই যাচ্ছে এটা ছিল দুজনের মাঝরাতের মজা। আরে এক্ষেত্রেও এটাও বোঝা গেল যে ভাবনা ও নুসরাত ফারিয়ার মধ্যে সম্পর্ক্টা গভীর বন্ধুত্বের।

নুসরাত ফারিয়া সর্বশেষ আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়। করে। এই ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *