এবার শরিফুল রাজের সঙ্গী হলেন ইধিকা পাল

শাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। কলকাতায় নায়িকা তকমা না পেলেও ঢাকায় পেয়েছেন রানির মর্যাদা। অর্থাৎ অভিষিক্ত সিনেমায় পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ। এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। একই সঙ্গে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন অভিনেত্রী ইধিকা।

সেই রেশ কাটিয়ে উঠতেই এবার আরেক ঢাকাই সিনেমায় নাম লেখালেন ইধিকা। সিনেমার নাম ‘কবি’। সোমবার (১১ ডিসেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইধিকা পাল।

জানা গেছে, নতুন এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজকে। এটি পরিচালনা করবেন ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। শিগগিরই কলকাতার একটি স্টুডিওতে দৃশ্যধারণ শুরু হবে সিনেমাটির।

অভিনেত্রী ইধিকা বলেন, কাজটা নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে করছি। এটি হবে নতুন অভিজ্ঞতা, আর কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। এটি মন দিয়ে করার চেষ্টা করব। আমাকে মানুষ আগে যেভাবে ভালোবাসা দিয়েছে, আগামীতেও সেভাবে ভালোবাসা দেবে বলে আশা আমার।

জানা গেছে, ‘কবি’ একটি প্রেমের সিনেমা। এতে অ্যাকশনও থাকবে। কলকাতা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। শিগগিরই কলকাতার নারায়ণ স্টুডিও এবং বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।

সিনেমাটিতে রাজ-ইধিকা ছাড়াও আরও অভিনয় করবেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখার্জি, অভিনেত্রী অনন্যা বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *