ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিজীবনে দু’জনই জড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। দাম্পত্য জীবনের ইতি টানলেও ব্যক্তি জীবনে শাকিব খান প্রসঙ্গে আলোচনায় আসেন অপু বিশ্বাস। অতীতে দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেমন আলোচনার জন্ম দিয়েছেন, সেই সঙ্গে বিতর্কে জড়িয়েছেন অপু-বুবলী।
তাদের সন্তান আব্রাম খান জয়ের কারণে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব-অপুকে। এই নায়কের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলী ও সন্তান শেহজাদ খান বীরও শাকিবের সঙ্গে অতীত সম্পর্কের জেরে প্রায়ই আলোচনায় আসেন। তবে দুই সতীনের মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক সেটা তাদের অনুসারীরা সহজেই বুঝতে পারেন!সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর প্রসঙ্গ আসলে অপু বিশ্বাস আবারও বলেন, আমি সত্যিই ওকে ঘৃণা করি। বুবলী যেটা করেছে, এতে করে সেও সুখে নেই, আমিও সুখে নেই। আমি বুবলীকে হেইট করি বলতে পারতাম কিন্তু ইংরেজি শব্দতে পুরোপুরি অভিব্যক্তি প্রকাশ পায় না। আমার কাছে ঘৃণা শব্দটিই যথোপযুক্ত। আর যারা এটাকে বাজেভাবে ছড়াচ্ছেন, তাদের বলতে চাই, আপনারা নিজেদের পরিবারের দিকে খেয়াল করে দেখুন তো কেউ যদি আপনার বোনের সঙ্গে এমন করে তাহলে আপনি কী বলতেন?
অপু বিশ্বাস তার সাবেক স্বামী ঢালিউডের সুপারস্টার শাকিবকে নিয়ে অতীত ঘটনা স্মৃতিচারণ করে বলেন, এফডিসিতে একটি ঝামেলা হয়েছিল। ওই সময় প্রায় তিনশ লোক আমাকে আক্রমণ করতে আসে। সে সময় শাকিব আমাকে সত্যিকার নায়ক হয়ে এসে উদ্ধার করেন। শাকিব সে সময় নায়কোচিত কাজটি না করলে হয়তো অনেক বড় বিপদে পড়ে যেতাম। শাকিব শুধু সিনেমার নায়ক নন, বাস্তবেও অনেক বড় নায়ক।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।