বলিউড নায়িকার সঙ্গে শাকিব খানের নতুন মিশন শুরু

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়।

সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।

শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’

পরিচালক অনন্য মামুন বলেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীয়মান ছবিটির গল্প সাইকো থ্রিলার ধাঁচের। আগামী ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক -এ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অনন্য মামুন ছাড়াও সিনেমার বাংলাদেশ অংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ঈধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত।

২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *