বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। সিনেমায় অভিনয় করার পর এবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি সিনেমা। গেল ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি রুবেলের প্রথম সিনেমা।
নিজের প্রথম সিনেমা নিয়ে রুবেল বলেন, ‘অনেক আগেই আমার পরিচালিত বৃদ্ধাশ্রম সিনেমাটি সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার মুক্তির তারিখও ঠিক করেছি। কিন্তু নানা পরিস্থিতির মুখে পড়ে মুক্তি দেওয়া গেল না। অবশেষে আমি আনন্দিত সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসতে পেরেছি। আমার বিশ্বাস বৃদ্ধাশ্রম সবার মনে দাগ কাটবে।’
বৃদ্ধাশ্রম প্রসঙ্গে এসডি রুবেল আরও বলেন, ‘এ সিনেমাটিতে আমি চেষ্টা করেছি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিনোদনের মাধ্যমে সচেতনতামূলক মেসেজ দিতে। সিনেমা যেকোনো বার্তা দেওয়ার জন্য সবচেয়ে বড় ও জনপ্রিয় মাধ্যম। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে আমি এ মাধ্যমটি বেছে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যারা আমার গানের ভক্ত, প্রত্যাশা করছি তারা ছবিটি দেখবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সিনেমাটি দেখে কেউ হতাশ হবেন না।’
এসডি রুবেল পরিচালিত বৃদ্ধাশ্রম সিনেমায় তিনি নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।
চলচ্চিত্রটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছেন এসডি রুবেল।