ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজের দুটি ছবি নিয়ে কয়েক দিন ধরে বেশ আলোচনা চলছে। সেখানে আহত অবস্থায় দেখা যায় তাকে। একটিতে তার রক্তাক্ত মাথা।
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কি না, তা নিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন। তবে এর উত্তর মিলছিল না। কেননা পরীমনি ও রাজ বিষয়টি নিয়ে চুপ ছিলেন।
এবার কথা বললেন রাজ। জানালেন, তিনি ভালো আছেন। ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনাটি ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’
মাথায় জখম নিয়ে রাজ বলেন, ‘গাড়িতে ধাক্কা লাগাতে আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে। এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে।’
শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরীমণিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরাণ’ খ্যাত এ তারকা বলেন, ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে।’
স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ থেকে আঘাত পেয়েছেন—কয়েক দিন ধরে চলা এই খবরকে উড়িয়ে দিয়ে রাজ জানালেন, অতিউৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে।
শোবিজ পাড়ার সংশ্লিষ্টদের মধ্যে এখন একটাই আলোচনা আর সমালোচনা চলছে। তা হলো রাজ-পরী ইস্যু। বেশ কয়েকদিন ধরেই মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতেও রয়েছেন এ জনপ্রিয় তারকা জুটি।
চলতি মাসের ১০ আগস্ট এ তারকা দম্পতির একমাত্র ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদ্যাপন করার পর থেকেই তারা নানা কারণে এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছেন তারা।
প্রথম সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে বাবা রাজকে উপস্থিত হতে দেখা না গেলেও গত ১৭ আগস্ট টিএম ফিল্মসের আয়োজনে ছেলের জন্মদিনে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় রাজ-পরীকে।
এরপর গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ফেসবুক পেজে প্রকাশিত হয় রাজ-পরীর একাধিক ছবি। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন তাপসের স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নিও।