দুইদফা পেছানোর পর আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সুনেরাহ বিনতে কামাল অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও এবিএম সুমনসহ অনেকেই। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ন ডরাই’।
সমসমায়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সুনেরাহ বিনতে কামাল। সেখানে তিনি বলেন, ভালোমআছি, সুখে আছি, আনন্দে আছি। শপিংয়ে এসেছিলাম। এখন বাসায় ফিরছি। বাসায় ফিরে আবার ক্লাসকর তেহবে। নতুন কিছু কাজের প্রস্তুতি চলছে। অফিস করার পাশাপাশি সেগুলোর প্রস্তুতি নিতে নিতেই দিনচলে যাচ্ছে।
যে বর্ণনা দিলেন তাতে মনে হচ্ছে খুবই ব্যস্ত থাকছেন…
খুব ব্যস্ত থাকছি তা বলছিনা। আনন্দে বাঁচছি, খাচ্ছি, ঘুমুচ্ছি, কাজ করছি ,নতুন কাজের প্রস্তুতি নিচ্ছি এইতো…
একবার বলেছিলেন রাতে ঘুমান না। ঘুমাতে যান ভোরে। সে অভ্যাস কি পরিবর্তন হলো?
কিছুটা। আগে একেবারে ভোরে ঘুমাতে যেতাম।এখন মাঝে মধ্যে রাত জাগা হয়।অফিস ও অন্যান্য কাজ শেষকরে এখন দ্রুত বাসায় ফেরার চেষ্টাকরি। বলা যায় একটার মধ্যেই ঘুমিয়ে যাই। বাসায় বাবা আছেন। তাঁরজন্যই আগেবাসায় ফিরি। দ্রুতঘুমাতে যাই।
অন্তর্জাল সিনেমাটি আপনার নায়ক সিয়াম আহমেদ। ব্যক্তিগত জীবনেও তো আপনারা বেশ ভালো বন্ধু?
হ্যাঁ, সিয়ামের সঙ্গে আমার অনেকদিনের বন্ধুত্ব। বন্ধুত্ব এখন পারিবারিক হয়ে গেছে। আমাদের এটি প্রথম সিনেমা। সম্পর্কটা বন্ধুত্বের হওয়ায় শুটিংয়ে আমরা দারুণ মজা করেছি। এমন অনেক সিরিয়াস দৃশ্য করতে হয়েছে, যা করার সময় আমরা হেসে ফেলেছি। পরিচালক দীপংকর দাদা তখন রেগে যেতেন। আবার কোনো সময় তিনিও হেসে ফেলতেন। এসব রাগ, দুষ্টুমি ও সিরিয়াসনেসের মধ্যে দিয়েই সিনেমাটি শেষ হয়েছে।