এবার নতুন সিনেমায় নাম লেখালেন আফরান নিশো!

ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’-এর মাধ্যমে সিনেমায় রাজকীয় অভিষেক হয়ে গেল অভিনেতা আফরান নিশোর। এখনও সিনেমাটি মাল্টিপ্লেক্সে হাউসফুলের খবর আসছে। এরই মধ্যে জানা গেল নিশোর নতুন সিনেমায় অভিনয়ের খবর।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা নির্মাণ করবেন আবরার আতহার। এর আগে যিনি থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। যেখানে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন আফরান নিশো।

জানা গেছে, গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’র প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা।

শুধু জানিয়েছে, তারা পরিকল্পনা করছে, সব ঠিক হলেই বিস্তারিত জানাবে। মুখ খোলেননি আফরান নিশোও।

তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং।

এদিকে, আবরার আতহার বলেন, আমি সিনেমা বানানোর প্ল্যান করেছি এটি সত্য; সবই প্রাথমিক আলোচনায় রয়েছে। আর্টিস্ট চূড়ান্তের বিষয়য়ে প্রাথমিক আলাপ হয়েছে। তবে শিগগিরই চূড়ান্ত করে সব জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *