চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে জায়েদ খান ও নিপুণের। একপর্যায়ে এফডিসির গণ্ডি ছাড়িয়ে তা আদালত পর্যন্ত গড়ায়।
পরে আদালতের মাধ্যমেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ। যদিও সেটি এখনো মেনে নেননি চিত্রনায়ক জায়েদ খান।
এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো রেষারেষি জায়েদ-নিপুণের। একে অন্যকে খোঁচা মেরে কথাও বলছেন। সম্প্রতি এক টিভি চ্যানেলের ঈদ আড্ডায় অংশগ্রহণ করেন নিপুণ। সেখানে জায়েদ খানকে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
নিপুণ বলেন, জায়েদ খান একজন অসৎ লোক। তার অনেক প্রুফ আছে। তার সময়ে শিল্পী সমিতি গভীর রাত পর্যন্ত খোলা থাকত। এখন কিন্তু শিল্পী সমিতি সারাদিন বন্ধ থাকে। আগে রাত ২টা-৩টা পর্যন্ত খোলা থাকত। আমি তেমন একটা শিল্পী সমিতিতে যাই না।
তিনি আরও বলেন, এখন আমি শিল্পী সমিতিতে যাই না কেন? এর কারণ হচ্ছে— ওইটা (শিল্পী সমিতি) বিক্রি করে আমার উপার্জন করার কিছু নেই। আমার উপার্জন করার অনেক জায়গা আছে। শিল্পী সমিতি থেকে আমার নেওয়ার কিছু নেই। আমি প্রতিষ্ঠিত। আমার ব্যবসা আছে দেশে ও বিদেশে। এগুলোতেই অনেক ব্যস্ত থাকি।