সর্বশেষ সংবাদ

বিশেষ দিনে সবার কাছে দোয়া চাইলেন পূর্ণিমা

তার শুভ্র ও সুন্দর হাসির জন্য তিনি সবসময় সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সবাই তাকে বলে চিরসবুজ। দিলারা হানিফ পূর্ণিমা যাকে সবাই চেনে পূর্ণিমা নামে। আজকের দিনে মঙ্গলবার (১১ জুলাই) আলো করে পৃথিবীতে এসেছিলেন এই অভিনেত্রী।

হাসি যেন শুভ্রতার পরশ মাখিয়ে যায় সবার হৃদয়ে। চিরসবুজ অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল একজন তিনি। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন প্রায় ২৪ বছর। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের হৃদয়ে তিনি জায়গা করে আছেন।

ধ্রুবতারার মতো হয়েছিল তার আগমন, এর পর ছড়িয়েছেন শুধুই আলো। সেই ক্লাস নাইনে থেকে অভিনয় জীবনের যাত্রা শুরু, এরপর আর থেমে থাকতে হয়নি। জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পূর্ণিমার।

একে একে অভিনয় করলেন, ‌’মেঘলা আকাশ’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রী যুদ্ধ’, ‘মেঘের পর মেঘ’, ‘হৃদয়ের কথা’ সিনেমায়। এর মধ্য দিয়ে স্থায়ী আসন করে নেন বাংলা সিনেমার দর্শকদের মনে। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল ছবির মধ্যে অন্যতম।

তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। নায়িকা বলেন, ‘এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই’।

এদিকে কুরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো ধরনের কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনও হয়নি। জানিয়েছেন, এখনও বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কাউকে।

অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনও আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা নিয়মিত করে যাচ্ছি।’

তবে নতুন কোনো কাজ করলে অবশ্যই দর্শক ভক্তরা জানতে পারবেন বলে জানান নায়িকা।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত