ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। ইন্ডাস্ট্রির পরিশ্রমী এবং সাহসী নায়িকাদের একজন তিনি। শুক্রবার তার জন্মদিন। কতটি বসন্ত পেরোলেন নিপুণ? উইকিপিডিয়ায় থাকা তার ব্যক্তিগত তথ্য বলছে, ১৯৮৪ সালের ৯ জুন কুমিল্লার জালগাঁওয়ে জন্ম হয়েছিল অভিনেত্রীর। সেই হিসেবে তিনি ৩৯ পেরিয়ে ৪০ বছরে পা দিলেন।
দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিপুণ পেশাগত এবং ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও দারুনভাবে চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। নিজের জন্মদিন প্রতিবছর দেশে পালন করলেও নিপুণ এবার অপূর্ব নৈসর্গিক দ্বীপরাষ্ট্র মালদ্বীপে জন্মদিন পালন করছেন।
শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে বিশেষ একজন। মালদ্বীপের সিয়াম ওয়ার্ল্ড দ্বীপ থেকে নিপুণ জানান, তার সেই বিশেষজন এবারের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আমেরিকা থেকে দেশে এসে তাকে নিয়ে মালদ্বীপ গেছেন প্রিয় মানুষের জন্মদিন পালন করতে। আর মালদ্বীপ ভ্রমণের অর্ধেক খরচও দিচ্ছেন নিপুণের এই বিশেষজন।
নিপুণ মেসেঞ্জার এ জানান, তার বিশেষজন আর কেউই নয়, সে তার আত্মজা তানিশা। নিপুণের একমাত্র মেয়ে তানিশা আমেরিকার লস এঞ্জেলসের ইউসিএলএ ইউনিভার্সিটিতে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে। মে মাসে সে সামার ভ্যাকেশনে বাংলাদেশে এসেছে মায়ের সঙ্গে কাটাতে।
নিপুণ বলেন, দেশে এসেই তানিশা বলে, আম্মু তোমার জন্মদিন এবার মালদ্বীপে করবো। শুধু তাই নয়, ট্যুরের অর্ধেক খরচও আমি দেবো। মূলত ওই আমাকে সারপ্রাইজ বার্থ ডে গিফট হিসেবে মালদ্বীপ নিয়ে এলো। আমরা দুজনে ৭ জুন এখানে এসেছি, ফিরবো ১১ জুন। আমরা মা-মেয়ে দারুন উপভোগ করছি অনেক সুন্দর সিয়াম ওয়ার্ল্ড দ্বীপে।
নিপুণ জানান, মালদ্বীপ ভ্রমণের ড্রেস, জুতাও কিনে দিয়েছে তানিশা। জন্মদিনের সকালে ফ্লোটিং ব্রেকফাস্ট বিল দিয়েছে তানিশা। সন্ধ্যায় সে মায়ের জন্মদিনের স্পেশাল কেকটি মাকে নিয়ে কাটবে। এই প্রসঙ্গে নিপুণ বলেন, নিজের মেয়ের কাছ থেকে জন্মদিনে এতোটা ভালোবাসা পেয়ে মা হিসেবে সত্যিই আমি আপ্লুত। এটা অন্য রকমের এক ভালোবাসা।