দিন কয়েক আগে গুঞ্জন উঠেছিল, বিয়ের সাড়ে চার মাসের মাথায় মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে নেটিজেনরা গুজব বলে ধরে নিয়েছিলেন বিষয়টিকে। এবার স্বরা নিজেই জানালেন, ঘটনা সত্যি। সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এ খবর দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
টুইটারে মোট তিনটি ছবি প্রকাশ করেছেন স্বরা। তিনটিতেই তাকে জড়িয়ে ফাহাদ। নরম গোলাপি রঙের পোশাকে সুন্দরী স্বরা। তাকে বাহুডোরে বেঁধে রেখেছেন রাজনীতিবিদ স্বামী। ক্যাপশনে দম্পতির বক্তব্য, ‘কখনও কখনও সবার সব প্রার্থনার উত্তর একসঙ্গে মেলে। আমরা আনন্দিত, উত্তেজিত, গর্বিত। এক অজানা জগতে পা রাখতে চলেছি।’
স্বরার মা হওয়ার খবরে সিলমোহর পড়তেই খুশিতে ভেসেছেন তার অনুরাগীরা। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, দক্ষিণি নায়িকা পার্বতী থিরুভাতু, পরিচালক গুণীত মোঙ্গার মতো তারকারা। তাদের শুভেচ্ছা, মা-সন্তান যেন সুস্থ থাকেন। খুশির খবর শুনে তারাও আপ্লুত।
এর আগে রাজু দাস নামের ওই ব্যক্তি তার টুইটারে লিখেছেন, ‘স্বরা ভাস্কর বিয়ের সাড়ে চার মাসের মধ্য়েই মা হতে চলেছেন। এত তাড়াতাড়ি সন্তানের জন্ম দিয়ে নীতিন গড়করিকে দেখিয়ে দেবে সময়ের আগে কাজ পূর্ণ করা যায়!’
সেসময় এই টুইট দেখে নেটিজেনরা গুজব ভেবেছিলেন। ধারণা করেছিলেন, স্বরাকে টেনে নীতিন গড়করিকে ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু এই ধারণা বেশিক্ষণ স্থায়ী হলো না। স্বরা নিজেই এবার প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি।
এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার।
স্বরার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে। এরপর ২০১১ সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান স্বরা।