পরীমণির সঙ্গে সংসার করছি না এটা চূড়ান্ত: শরিফুল রাজ

ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরিফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে। সম্প্রতি ৩ অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে।

এ ঘটনার পর পরীমণি ও রাজের দাম্পত্য টিকবে কিনা সেটি নিয়েই চলছে নানা জল্পনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৫ জুন) রাতে দেশের একটি গণমাধ্যমে লাইভে এসে এমনটাই জানান এ নায়িকা।

চলতি মাসের জানুয়ারি থেকে এক ছাদের নিচে বসবাস করলেও শারীরিক ও মানসিকভাবে দূরত্ব পরীমণি ও শরিফুল রাজের। ফেসবুক স্ট্যাটাসে স্বামী রাজকে নিজের জীবন থেকে ছুটি দিয়েছেন জানিয়ে বছরের প্রথম দিনই জানান পরী।

গত ৫ মাসেরও বেশি সময় ধরে তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। বর্তমানে আলাদা থাকছেন রাজ-পরী। শুধু আলাদই নয়, স্বামী শরিফুল রাজের সঙ্গে আর থাকতে চান না পরীমণি। ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন তিনি। রাজও পরীর সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

রাজ বলেন, আমরা সংসার করছি না এটা চূড়ান্ত। এরপর আর কিছু বলার নেই।

সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস হওয়ার জেরেই সামনে আসে তারকা দম্পতি রাজ ও পরীর ব্যক্তিজীবনের নানা অশান্তির কথা। সেখান থেকে জানা যায়, চলতি বছর জানুয়ারিতেই দুজনের মতের অমিল ছিল চরমে। অবশেষে তা চূড়ান্ত রূপ নেয় বিচ্ছেদে।

এর আগে লাইভে পরীমণি বলেন, একটা ফেইক মানুষের সঙ্গে থাকতে পারব না। যে কিনা মানুষকে রেসপেক্ট দেওয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না। কালকে আপনাদের সঙ্গে যে কনভারসেশন (রাজের) হলো সেটা দেখলেই মানুষ বুঝতে পারবে কতটা ফেইক, কতটা রিয়েল। আমার কিছু বলার নেই। আমি সমস্ত কিছু পাবলিককে দিয়ে দিলাম।

আর রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কি না, এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, আমি আর বসতে চাই না। হলে অনেক আগেই হতো। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী হয়ে আর আমি রাজ্যের মা আমার কাছে অনেক কমফোর্টেবল এবং অনেক আরাম, শান্তির ও সম্মানের। যেটার ভেতর কোনো ফেইকনেস নাই, কোনো মিথ্যা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *