সর্বশেষ সংবাদ

এই পুরস্কার আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে: মিম

কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন বিদ্যা সিনহা মিম। সদ্য অনুষ্ঠিত হওয়া ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

তিনি বর্তমানে ভারতের কলকাতায় আছেন। সেখানে থেকেই বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেত্রী।

পরে এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘ডেফিনেটলি ভালো লাগছে। ভারতে পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিজ দেশের সিনেমায় অভিনয় করে পুরস্কার পেলাম আরেকটি দেশ থেকে, এটা তো সত্যিই খুশির খবর। আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই পুরস্কার।

তিনি আরও বলেন, ‘পরাণ আমাদের দেশের দর্শকপ্রিয় একটি সিনেমা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানান দেশে মুক্তি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। আমার নিজেরও একটি পছন্দের সিনেমা পরাণ। সেটার জন্য পুরস্কার পেলাম, খুশি তো অবশ্যই।’

‘টেলিসিনে অ্যাওয়ার্ড একটি সম্মানজনক পুরস্কার। আমি, আফজাল হোসেন ভাই, চঞ্চল দাসহ বেশ কজন এসেছি। পুরস্কার পাওয়ার পর দুই দেশের শিল্পীরাও প্রশংসা করছেন। এটা আমাকে মুগ্ধ করেছে।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত