সর্বশেষ সংবাদ

আই লাভ ইউ বেবি, আনন্দে থেকো: পরীমণিকে বিদায় দিয়ে রাজ

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির দাম্পত্য কলহের বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায়সহ নানা মাধ্যমে আলোচনায়। বিষয়টি নিয়ে এতদিন তারা পৃথক সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে এসেছেন। সবশেষ জানান, আলাদা থাকছেন তারা।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন শরিফুল রাজ। তিনি বলেন, আমি ও পরী সেপারেশন (আলাদা) আছি। এ বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না।

প্রসঙ্গত, গত ২৯ মে মাঝ রাতে হঠাৎ শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও ‍সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। এ ঘটনায় সুনেরাহ পরীমণিকে দোষারোপ করতে থাকেন। পরে একপর্যায়ে পরীমণি জানান, রাজ তো ১০-১৫ দিন ধরে তার সঙ্গেই থাকছে না। এরপরই তাদের মধ্যকার কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।

শরিফুল রাজ সঙ্গে থাকছে না, বাসা থেকে বেরিয়ে গেছে—তাহলে তাদের ডিভোর্স হয়েছে কিনা জানতে চাইলে চিত্রনায়িকা পরীমণি বলেন, আমি চাই, সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, আমার কাছে এটাই শুনতে ভালো লাগবে। আমি রাজের বউ, এটা আমি আর শুনতে চাই না।

এদিকে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শরিফুল রাজ ভাববেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, সেটার কোনো সুযোগ নেই। এখন থেকে নিজেকে সময় দেবেন বলেও জানান তিনি।

এছাড়া স্ত্রী পরীর উদ্দেশ্যে তিনি বলেন, আই লাভ ইউ বেবি। যাই হোক না কেন, আনন্দে থেকো। আমাদের সন্তান রাজ্যকে ভালো রাখব আমরা।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত