বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় এবার অভিনেত্রী পরীমনিকে নিয়ে কথা বলেছেন।
শনিবার (৩ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে বর্তমান সময়ের অলোচিত ঘটনা রাজ ও তিন অভিনেত্রীর অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে পরীমণিকেই এককভাবে দায়ী করেছেন জয়। ৮ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে পরীমণি প্রসঙ্গে জয় বলেন, রুচির দুর্ভিক্ষের আরেক নাম পরীমণি।
এর কারণ হিসেবে এই অভিনেতা জানান, পরী একজন ভালো অভিনেত্রী হওয়ার পরও ব্যক্তি জীবনকে বিতর্কিত করছে, যা সমাজকে করছে কলুষিত। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কাজ করা থেকে পরীর বিরত থাকা উচিত। আর না করলে পরীকে বয়কটের কথাও জানান জয়।
পাশাপাশি অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে যদি পরীর কোনো হাত না থাকে তবে পরীর কাছে ক্ষমা চাওয়ার কথাও জানান এ অভিনেতা।
উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। আর ওই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।