সর্বশেষ সংবাদ

মেসিকে কতটা ভালোবাসেন, বিদায় বেলায় সেটি আবারও প্রকাশ করলেন নেইমার

বার্সেলোনায় খেলেছেন একসঙ্গে। তখন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে নেইমার পিএসজিতে যোগ দিলে তাদের বিচ্ছেদ ঘটে। তবে বন্ধুত্বের বিচ্ছেদ কখনই হয়নি।

তাই বার্সা ছেড়ে মেসি পিএসজিতে পাড়ি জমালে নেইমারের আনন্দ ছিল দেখার মতো। পিএসজিতে দুই বছর একসঙ্গে কাটানোর পর ফের মেসির সঙ্গে বিচ্ছেদ হলো নেইমারের। শনিবার রাতে পিএসজির হয়ে মেসি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।

মেসির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন নেইমার। পোস্টে মেসির সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি।

রোববার (৪ জুন) ব্রাজিল সুপারস্টার নেইমার লিখেন, ‘ভাই, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি ঠিকই, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও দুই বছর কাটাতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের। তোমার নতুন পর্যায়ের জন্য শুভকামনা রইল। সুখী হও। আমি তোমাকে ভালোবাসি।’

এদিকে, ধারণা করা হচ্ছে ফরাসি ক্লাব ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাবেন মেসি। স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই।

স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রে বেশ আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। নতুন কোনো চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও নানা সময় নানা মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে...

বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা, শুটিং শুরু পাবনায়

ঢাকাই সুপাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। কয়েক দিন পরই শুরু হবে হিমেল...

সেরা পঠিত