নেটদুনিয়ায় স্বামী শরিফুল রাজের ভাইরাল হওয়া স্ক্যান্ডাল নিয়ে মুখ খুলেছেন পরীমণি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এসবের কিছুই তিনি জানেন না। কারণ রাজ ১০ দিন হলো বাসা থেকে বের হয়ে গেছে। এরমধ্যে একবারও স্ত্রী-সন্তানের খোঁজ নেননি।
এর আগে সুনেরাহ অভিযোগ আনেন, আপত্তিকর ভিডিও ও ছবিগুলো রাজের ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি। এ অভিযোগ উড়িয়ে দিয়ে পরী বলেন, ‘আমি কিভাবে ওসব ভিডিও পোস্ট করব? রাজ তো দশদিন আগে থেকেই আমার সঙ্গে নেই। সে রিফ্রেশেমেন্টের জন্য প্রায় চৌদ্দদিন হয় বাসা থেকে বের হয়ে গিয়েছে। কোথায় কি করছে আমি কিছুই জানিনা। গতকালও আমি ওকে ফোন করেছিলাম। সে ফোন কেটে বন্ধ করে দিয়েছে। এখন কোথায়, কার সঙ্গে কি করছে সে দায় কেনো আমার ওপর আসবে।’
এরপর তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কত কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মত তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন। এতো দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি সে। হতে পারে বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিল, পার্টি করছিল। কিন্তু আমি মনে করি বিয়ের পর এতটা ফ্রি থাকা উচিত নয়। অন্তত কিছুটা হলেও দায়িত্বশীল হওয়া উচিত।’
এর আগে পরীমণির সংসার ভাঙার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে অভিনেত্রী বলেছেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে!’
তিনি আরও বলেন, ‘ও বলে আমি ওর উপর খ্যাপা, কীভাবে ক্ষেপলাম? আমি কী ওকে ফোন দিয়ে গালি দিছি, না ওর বাসায় গিয়ে গালি দিয়েছি। ওর সঙ্গে তো আমার কোনো ধরণের কোনো কথায় হয় নাই, যোগাযোগ হয় নাই। আমাকে নিয়ে কেন কথা বলল? জিজ্ঞেস করেন ওকে। ও কি লাইমলাইটে আসতে চায়, আলোচনায় আসতে চায়? ও কী চায়? নাহ ও চায় রাজের সংসারটা ভেঙে যাক।’