সর্বশেষ সংবাদ

হিরো আলমের ছবিতে কাজ করতে চান বলিউড অভিনেতা!

হিরো আলমের টোকাই ছবি মুক্তি পাবে আগামী ২ জুন। এই ছবির প্রচারণায় ব্যস্তসময় পার করছেন তিনি। এরইমাঝে রোববার ভারতের আসামের মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী শফিকুল ইসলাম হিরুর বিয়ের দাওয়াতে গেছেন আলম।

বিয়ের অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনতা রাজা মুরাদের সঙ্গে দেখা হয় আলমের। ভারতীয় প্রবীণ এই অভিনেতার সঙ্গে নানা বিষয়ে কথা হয় তার। এসময় হিরো আলমের ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন রাজা মুরাদ।

আসাম থেকে হিরো আলম বলেন, রাজা মুরাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। তিনি সবাইকে হলে এসে আমার টোকাই ছবি দেখার আহ্বান জানিয়েছেন। তিনি আমার ছবিতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

রাজা মুরাদ ২৫০টির বেশি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি কিছু ভোজপুরি, অন্যান্য আঞ্চলিক ভাষার চলচ্চিত্র এবং টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন।

আরও পড়ুন

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে...

ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম

৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার...

সেরা পঠিত