হিরো আলমের টোকাই ছবি মুক্তি পাবে আগামী ২ জুন। এই ছবির প্রচারণায় ব্যস্তসময় পার করছেন তিনি। এরইমাঝে রোববার ভারতের আসামের মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী শফিকুল ইসলাম হিরুর বিয়ের দাওয়াতে গেছেন আলম।
বিয়ের অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনতা রাজা মুরাদের সঙ্গে দেখা হয় আলমের। ভারতীয় প্রবীণ এই অভিনেতার সঙ্গে নানা বিষয়ে কথা হয় তার। এসময় হিরো আলমের ছবিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন রাজা মুরাদ।
আসাম থেকে হিরো আলম বলেন, রাজা মুরাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। তিনি সবাইকে হলে এসে আমার টোকাই ছবি দেখার আহ্বান জানিয়েছেন। তিনি আমার ছবিতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
রাজা মুরাদ ২৫০টির বেশি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি কিছু ভোজপুরি, অন্যান্য আঞ্চলিক ভাষার চলচ্চিত্র এবং টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন।