সর্বশেষ সংবাদ

প্রতিবছরই আমাকে গুঞ্জনটি শুনতে হয়: মিথিলা

২০১৯ সালে ভালোবেসে ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার শুরু করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর থেকে স্বামী, সংসার, সন্তান আর কাজ নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা দেশের ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডেও কাজ শুরু করেছেন।

এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমাও। কিন্তু মাঝে মাঝেই কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের বিচ্ছেদকে ইঙ্গিত করে সংবাদ প্রকাশ করে। যা পরবর্তীতে দেশের গণমাধ্যমেও কপি করা শুরু হয়।

সেই ধারাবাহিকতায় গত ২৬ মে আবারও পত্রিকাটি সৃজিত-মিথিলা বিচ্ছেদ গুঞ্জন প্রসঙ্গে একটি গসিপ আর্টিকেল প্রকাশ করেছে। যদিও তাতে কারও নাম-ছবি ব্যবহার না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে।

তবে ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে।

তবে মিথিলা গুঞ্জনটিকে পাত্তা না দিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কী আমার নাম আছে? তাছাড়া পত্রিকাটির বদৌলতে মাঝে মাঝেই এমন গুঞ্জন আমাকে শুনতে হয়। যার সত্যতা না জেনে অন্যরাও সেটা কপি করে ছাপিয়ে দেন।’

এর আগে গত বছরের নভেম্বরেও এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন রটেছিল। তবে তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

আরও পড়ুন

আমি হারিয়ে যাইনি: পরীমণি

স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই...

যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে হরতাল অবরোধ। এতে করে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগুন সন্ত্রাসের...

সেরা পঠিত