সর্বশেষ সংবাদ

সানি লিওনকে নিয়ে গর্বিত স্বামী ড্যানিয়েল

চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছে সানি লিওনের। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’তে অভিনয় করেছেন তিনি। মুক্তির আগেই ‘কেনেডি’ স্বীকৃতি পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে।

এদিকে কান উৎসবে রেড কার্পেটে আলো ছড়িয়েছেন সানি। এই বুনো সুন্দরীর সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছিল কানের সৌন্দর্য। সানির এই সাফল্যে গর্বিত তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনি সানিকে দেখে ভাষা হারিয়েছেন। সানির এই সাফল্য অনুপ্রেরণামূলক বলে লিখেছেন ড্যানিয়েল।

কান থেকে সানির বেশকিছু ছবি শেয়ার করে ড্যানিয়েল লিখেছেন, ‘তুমি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আলো। কোনো সঠিক শব্দ পাচ্ছি না! আমি আজ রাতে আমার চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখেছি! আমাদের সবারই একটি যাত্রা আছে, কিন্তু সবাই তাদের স্বপ্ন ছুঁতে পারে না! তুমি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা এবং আমার কাছেও অনুপ্রেরণা! তোমায় সানি লিওন হওয়ার জন্য ধন্যবাদ!’

এদিন সানির হাত ধরেই কানের রেড কার্পেটে দেখা যায় ড্যানিয়েল ওয়েবারকেও।

এদিকে ড্যানিয়েলের পোস্টের উত্তর দিয়েছেন সানি। লিখেছেন ‘ধন্যবাদ আমার ভালোবাসা! এটা শুধু আমার মুহূর্ত নয়। এটি আমাদের মুহূর্ত। তুমি আমাকে এই প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য একইভাবে কঠোর পরিশ্রম করেছ! তোমার নিঃস্বার্থতার জন্যই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি!’

আরও পড়ুন

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

সেরা পঠিত