সর্বশেষ সংবাদ

আমি কখনোই তার ক্ষতি চাইবো না: অপু বিশ্বাস

ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর পর অপু যখন সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন, তখনই বাধে যত বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ আছে তাদের মধ্যে।

সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাফলা আয়োজিত ন্যাশনাল প্যারেডে অংশ নেন অপু বিশ্বাস।

সেখান থেকে ফিরে এসে এক সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দেখুন, সবকিছুর বাইরে তিনি আমার সন্তানের বাবা। যাই কিছু হোক, না হোক আমি তার কোনো ক্ষতি চাইবো না। তার নতুন ছবির জন্যও শুভকামনা রইল।’

নিজের ট্যুর সম্পর্কে মন্তব্য করেন, ‘সত্যিই দারুণ লেগেছে। আয়োজক মোহাম্মদ আলী ভাইসহ সকলের আতিথেয়তায় মুগ্ধতা না প্রকাশ করলে অন্যায় হবে। আসলে দেশের বাইরে গেলে বোঝা যায় প্রবাসীরা কতটা দেশকে ফিল করে, কতটা দেশের জন্য করতে চায়। আমেরিকার মতো শহরে পুরো ব্যস্ত একটি রাস্তা আটকে বাংলাদেশ নিয়ে এ রকম প্যারেড। ভীষণ গর্ববোধ হচ্ছিল।’

অনুষ্ঠান শেষ করে দেশে ফিরেই অপু বিশ্বাস নিজের ছবি ‘লালশাড়ি’সহ নানা ব্যস্ততায় আবারও ফিরেছেন।

নিজের ছবির কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সততার সাথে মনপ্রাণ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। রাষ্ট্র আমাকে একটি ছবির জন্য অনুদান দিয়েছে, আমি যেন সেটাকে দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই চেষ্টাটাই আমার ভেতরে থাকবে।’

গত ঈদে তার জয় চৌধুরীর সাথে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি মুক্তি পায়। ছবিটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটি যে দর্শকরা গ্রহণ করেছে তা হল সংখ্যা বাড়ানোর সাথেই প্রমাণিত হয়েছে। আমি আমার দর্শকদের জন্যই আজকের অপু বিশ্বাস। তাই দর্শকেরাই আমাকে আমার যেকোনো কাজে অনুপ্রেরণা দিয়ে এসেছে সবসময়।’

আরও পড়ুন

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে...

ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম

৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার...

সেরা পঠিত