সর্বশেষ সংবাদ

দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন: জয়া আহসান

ফের ওপার বাংলার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করলেন জয়া আহসান। ‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর এবার ‘অর্ধাঙ্গিনী’। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। অবশেষে সিনেমা মুক্তির তারিখ জানালেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে জয়া জানালেন, চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির সম্পর্কে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘একটা শক্তিশালী গল্পে অভিনয় করেছি। দুজন নারীর স্ট্রং গল্প তুলে ধরা হয়েছে। অবশ্যই নতুন আমাকে দেখতে পারবেন দর্শকরা।’

তিনি আরও বলেন, ‘কৌশিক গঙ্গোপাধ্যায় অসাধারণ কাজ করেন, অনেক যত্ন করে কাজ করেন। তার সঙ্গে কাজ করে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে।’

অর্ধাঙ্গিনী সিনেমার শুটিং হয়েছে বেশ আগে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সিনেমাটির কাজ আটকে ছিল।

জয়া আহসান এক প্রশ্নের উত্তরে বলেন, ‘কোভিডের কারণে অনেক সিনেমা আটকে আছে। তার মধ্যে এটি একটি। অনেক সুন্দর পরিবেশে এবং সুন্দর করে কাজটি শেষ করেছিলাম। এখন মুক্তি পাচ্ছে। আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘মুক্তি উপলক্ষে অবশ্যই কলকাতায় যাব। অর্ধাঙ্গিনীর প্রচারে অংশ নেব। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেব। আমার বিশ্বাস দর্শকরা ভালো কিছু অবশ্যই পাবেন এবং সবচেয়ে বড় কথা ভীষণ সুন্দর একটি গল্প পাবেন।’

জয়া আহসান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চূর্ণী, অম্বরীশ ভট্রাচার্য, পূরব শীলসহ আরও অনেকে।

আরও পড়ুন

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

সেরা পঠিত