মামলা থাকায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বহুদিন অন্তরালেই ছিলেন। তবে এক বছর ধরে তিনি ফের স্বরূপে ফিরেছেন। বিভিন্ন সিনেমার অনুষ্ঠানগুলোতে দেখা যেতে শুরু করেছে তাকে।
বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ একটিভ। সেখানে সিনেমাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই লেখালেখি করেন তিনি।
মঙ্গলবার (০২ মে) সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন আব্দুল আজিজ। সেখানে এক তরুণীর সঙ্গে তিনটি ছবি দিয়ে আজিজ লেখেন, ‘আমার সাথে যে আছে, তার নাম জেরিন রহমান। মেয়েটা দেখতে সুন্দর। ৫’৮” লম্বা। তার অনেক দিনের দাবি, তার সাথে আমার একটা ছবি পোস্ট করতে হবে। যাহ দিলাম করে।
ও বগুড়ার মেয়ে। বগুড়ার না হয়ে যদি খুলনার হতো, তাহলে মনে হয়, এত দিনে লাইম লাইটে চলে আসতো। পরিশ্রম করলে মেয়েটি ভাল করবে। কেউ যদি কোন স্বপ্ন দেখে, আর সেটা যদি পূরণ না হয়, তা অনেক কষ্টের। দোয়া করবেন সবাই জেরিনের জন্য, যেন তার স্বপ্নটা পূরণ হয়।’
অনেকেই আব্দুল আজিজের সেই পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেখানে অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ঠিকই বলেছো ভাইয়া। কেউ যদি কোন স্বপ্ন দেখে, আর সেটা যদি পূরণ না হয়, তা অনেক কষ্টের।
রেজাউল হক রেজা লিখেছেন, বুঝতে পারছি নতুন চমক নিয়ে আসবেন আজিজ ভাই। জেরিনের জন্য শুভ কামনা।