সর্বশেষ সংবাদ

সালমান মুক্তাদিরকে অভিনন্দন জানালেন পরীমণি

বিয়ে করেছেন সালমান মুক্তাদির। আজ মঙ্গলবার (০২ মে) তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

আর বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন সালমান মুক্তাদিরকে। এই তালিকায় রয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নিজের ফেসবুকে সালমান এবং তাঁর স্ত্রীর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, অভিনন্দন সালমান। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি।

পরীমণির এমন পোস্ট দেখে বোঝাই যায় সালমানের বিয়েতে বেশ খুশি তিনি।

প্লে বয় খ্যাত তারকা সালমান মুক্তাদির ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠার পর সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। থিতু হলেন এক নারীতে।

গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এ প্রসঙ্গে জানতে সালমান মুক্তাদিরকে একাধিকবার কল করা হলে সাড়া মেলেনি। তবে জানা গেছে কনের নাম দিশা ইসলাম।

এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত