সর্বশেষ সংবাদ

কেউ ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বললে খারাপ লাগে: হিমি

বর্তমানে টিভি নাটকের ব্যস্তময় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একের পর এক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। ইতোমধ্যে নিজের অভিনয়ের দক্ষতায় বেশ প্রশংসাও কুড়িয়েছেন নাটকপ্রেমীদের।

শোবিজের তারকাদের নিয়ে সমালোচনা থাকবেই। কখনও ইতিবাচক আবার কখনও বা নেতিবাচক মন্তব্যের শিকার হন তারকারা। তবে ব্যক্তিগত কোনো ইস্যুতে নেতিবাচক মন্তব্য করলে ভীষণ খারাপ লাগে বলে সম্প্রতি জানিয়েছেন হিমি।

তিনি বলেন, ‘আমি দেখতে কেমন, আমার উচ্চতা, গায়ের রং বা অন্যান্য কিছু নিয়ে নেতিবাচক মন্তব্য করলে খারাপ লাগে। এর জন্য আমি দায়ী নই, এর কিছুই আমার হাতে নেই। এর কোনো পরিবর্তনও আমি করতে পারব না। শক্ত থাকার চেষ্টা করলেও মাঝেমধ্যে খারাপ লাগে। দুশ্চিন্তায় থাকলে আমার ভাই ও পরিবারের লোকেরা সাপোর্ট দেয়।’

তিনি আরও বলেন, ‘আমার চরিত্রের কথা বলার স্টাইল, অভিনয় ও কাজ নিয়ে কথা বললে ফিডব্যাক হিসেবেই নেওয়ার চেষ্টা করি। কারণ, এগুলো আমি পরিবর্তন করতে পারব। কিন্তু কেউ ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কথা বললে খারাপ লাগে।’

ঈদের নাটকের সংখ্যা নিয়ে হিমি বলেন, ‘ঈদ উপলক্ষে ২৫টির মতো নাটকে অভিনয় করেছিলাম। তার মধ্যে ২১টি প্রচারিত হয়েছে। কিছু নাটক দর্শক বেশি পছন্দ করেছেন। কিছু নাটক নিয়ে সমালোচনাও করেছেন। দর্শকেরা নাটক নিয়ে কথা বলছেন, এটা সেরা প্রাপ্তি।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয় করে সুনাম কুড়িয়েছেন বহু আগেই। দর্শকরা অভিনেত্রী হিসেবে জানলেও ভাল গাইতে পারেন তিনি।

আরও পড়ুন

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

সেরা পঠিত