সর্বশেষ সংবাদ

প্রায় ৫ মাস পর নয়াপল্টনে ফিরলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রায় পাঁচ মাস পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফুল দিয়ে রিজভীকে শুভেচ্ছা জানান।

আজ রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এলে ফুল ও স্লোগান দিয়ে রিজভীকে বরণ করে নেন নেতাকর্মীরা।

দলটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন বলেন, দীর্ঘ ১৪৫ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, রিজভীর কেন্দ্রীয় কার্যালয়ে আসার খবর পেয়ে সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হতে থাকেন।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৪৫০ নেতাকর্মীর সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। পর্যায়ক্রমে ৫০টি মামলায় জামিন নিয়ে গত ২৫ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা।

আরও পড়ুন

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

সেরা পঠিত