সর্বশেষ সংবাদ

শাকিব-অনন্তকে দেখার সময় নেই, আমার জোরেই সিনেমা চলবে: বাপ্পী

আসন্ন ঈদে মুক্তির মিছিলে আছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সিনেমা ‘শত্রু’। সুমন ধরের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর থেকেই আছে সমালোচনায়।

এরই মাঝে বাপ্পী চৌধুরী মন্তব্য করেছেন, ঈদে তাঁর সঙ্গে কাদের সিনেমা মুক্তি পাচ্ছে তা নিয়ে তিনি ভাবেনই না। তিনি জানেন, তার সিনেমা তার নামেই চলবে।

এবারের ঈদে বাপ্পীর সঙ্গে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’, অনন্ত জলিলের ‘কিলহিম’। এই দুই নায়কের সঙ্গে সিনেমা মুক্তি নিয়ে চাপে আছেন কি না বাপ্পী?

এক টেলিভিশন চ্যানেলের প্রশ্নে বাপ্পী যে উত্তর দিয়েছেন সেটা এমন, ‘আরে ধুর, এগুলো নিয়ে ভাবেই না বাপ্পী। কারে নিয়ে কি চাপ হবে এগুলো বাপ্পীর দেখার সময় নেই। আমি জানি, বাপ্পীর জোরে বাপ্পীর সিনেমা চলবে। হল কেন্দ্রীয় রাজনীতি থেকে আমি পরিত্রাণ পাই, মানে আমি যদি এই জায়গা থেকে মুক্ত হতে পারি; আমার কাজটা আরও ভালো কাজ মানুষের কাছে থেকে যাবে।’

বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু জুটির চার নম্বর সিনেমা ‘শত্রু’। সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, মিতু অভিভাবকহীন এক বখাটে তরুণী।

আরও পড়ুন

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

সেরা পঠিত