সর্বশেষ সংবাদ

শ্রোতারাই আমার গানের প্রাণ: ড. মাহফুজুর রহমান

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতিবারের মতো এবারের ঈদ মাতাতে তিনি আসছেন ভিন্ন স্বাদের গান নিয়ে।

এই ঈদে দর্শকদের জন্য একক সংগীতানুষ্ঠান ‘হদয় তোমাকেই চায়’ নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। বেশ কিছু রোমান্টিক গান রয়েছে এবারের অনুষ্ঠানে। বিশেষ চমক হিসেবে রয়েছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া গজল।

এবারের অনুষ্ঠান নিয়ে বেশ আশাবাদী ড. মাহফুজুর রহমান। একটি গণমাধ্যমকে তিনি বলেন, গানগুলো নিয়েও আমি প্রচণ্ড আশাবাদী। কেননা শ্রোতারাই আমার গানের প্রাণ। শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসাই শিল্পী মাহফুজুর রহমানের এগিয়ে চলার পাথেয়।

ড. মাহফুজুর রহমানের গান নিয়ে সামাজিকমাধ্যমে বেশ আলোচনা হয়। বিষয়টি নিয়ে তিনি বলেন, আলোচনা-সমালোচনা দুটো হলেও এর মধ্যে প্রশংসাটাই বেশি। কমেন্টেই বোঝা যায় ভক্তরা আমার গান কতটা পছন্দ করেন। একসময় একটি মহল অপচেষ্টায় নেমেছিল। কিন্তু আমার ভক্তদের কাছে তারা টিকতে পারেনি।

যোগ করে তিনি বলেন, আমার দুঃখ যারা আমার সমালোচনা করেছেন তারা কেউই গঠনমূলক সমালোচনা করেননি। আমার গায়কী, সুর, তাল, লয় নিয়ে সমালোচনা করলে আমি তা সাদরে গ্রহণ করব।

আরও পড়ুন

নৌকার মনোনয়ন নিয়ে মাগুরায় সাকিব, ফুল দিয়ে বরণ করলো জনতা

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন রাজনৈতিক ব্যাক্তি। ক্রিকেটের পাশাপাশি এখন থেকে তিনি রাজনীতিও করবেন। বাংলাদেশের আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন (মাগুরা...

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

সেরা পঠিত