সর্বশেষ সংবাদ

বৈশাখী মেজাজে ধরা দিলেন অপু বিশ্বাস-সাইমন

বাংলা নতুন বছরের (১৪৩০) যাত্রা শুরু মাত্র একদিন পরই। নব উদ্যমে নববর্ষকে বরণ করে নিতে বরাবরের মত এবারও প্রস্তুতি নিচ্ছে বাঙালি। বৈশাখী আয়োজনের বড় অনুষঙ্গ হয়ে থাকে বাংলা গান। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশে তেমন হয় না বললেই চলে।

তবে অপু বিশ্বাস প্রযোজিত ‘লালশাড়ি’ সিনেমার প্রথম গানে পাওয়া গেল বাংলার এই উৎসবের মেজাজ। মঙ্গলবার রাতে ‘টাইগার মিডিয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

সিনেমাটির পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। নির্মাতার নিজের লেখা বৈশাখকেন্দ্রীক এই গানটিতে বৈশাখী মেজাজে পাওয়া গেছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অপু বিশ্বাস, সাইমন সাদিক, সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলদের।

‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটিতে সুর ও সংগীত করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসী মোশাররফ।

‘লাল শাড়ি’ ঈদে মুক্তি পাবে, এমন আশাই করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তবে এটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। সে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

আরও পড়ুন

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

সেরা পঠিত