বৈশাখী মেজাজে ধরা দিলেন অপু বিশ্বাস-সাইমন

বাংলা নতুন বছরের (১৪৩০) যাত্রা শুরু মাত্র একদিন পরই। নব উদ্যমে নববর্ষকে বরণ করে নিতে বরাবরের মত এবারও প্রস্তুতি নিচ্ছে বাঙালি। বৈশাখী আয়োজনের বড় অনুষঙ্গ হয়ে থাকে বাংলা গান। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশে তেমন হয় না বললেই চলে।

তবে অপু বিশ্বাস প্রযোজিত ‘লালশাড়ি’ সিনেমার প্রথম গানে পাওয়া গেল বাংলার এই উৎসবের মেজাজ। মঙ্গলবার রাতে ‘টাইগার মিডিয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

সিনেমাটির পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। নির্মাতার নিজের লেখা বৈশাখকেন্দ্রীক এই গানটিতে বৈশাখী মেজাজে পাওয়া গেছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অপু বিশ্বাস, সাইমন সাদিক, সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলদের।

‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটিতে সুর ও সংগীত করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসী মোশাররফ।

‘লাল শাড়ি’ ঈদে মুক্তি পাবে, এমন আশাই করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তবে এটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। সে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *