মৌসুমী না চাইলে শাকিব খান নায়ক হতে পারতো না: ওমর সানী

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে একহাত নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেছেন, মৌসুমীর কারণে নায়ক হতে পেরেছেন শাকিব খান; মৌসুমী না চাইলে শাকিব নায়ক হতে পারতেন না।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, শাকিবের যাত্রা শুরু হয়েছিল মৌসুমী-সানী দম্পতির ড্রয়িংরুম থেকে। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মৌসুমীর স্বামী ওমর সানী এসব কথা বলেন।

ওমর সানী বলেন, এই ছেলেটার (শাকিব) সবচেয়ে কাছের মানুষ আমি ও মৌসুমী। আমার ঘর থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সোহান সাহেব তাকে নিয়ে যখন শুরু করেন, আমার শ্যালিকা ইরিন ওর প্রথম হিরোইন। মৌসুমী তখন তার ইচ্ছার কথা সোহান সাহেবকে যদি না বলত এবং সোহান সাহেব যদি না করতেন, তাহলে রানা নামের সেই ছেলেটি আজ শাকিব হতো না।

আরও পড়ুন-

শাশুড়ির দেওয়া উপহার পেয়েছি, খুব ভালো লাগছে: ফেরদৌস

সুখবর দিলেন দিঘী

শাকিবকে ‘একা’ উল্লেখ করে তিনি শাকিব খান বর্তমানে সুপারস্টার আছেন কিনা এ বিষয়েও সন্দেহ পোষণ করেন। শাকিবকে শতভাগ ফ্যামিলিয়ার হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বন্ধুবান্ধব-প্রিয় হতে হবে। কলিগদের নিয়ে চলতে হবে। আমি তো মনে করি ও একা।’

শাকিবকে দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে দাবি করেন তিনি। সানী বলেন, ওরে (শাকিব খান) শুধু আল্লাহ পাক ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগটা দিয়েছেন। পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে চলার কোনো যোগ্যতাই তাকে দেননি।

এই অভিনেতা বলেন, আমি মনে করি, শাকিব খানের এই যোগ্যতাটা অর্জন করা উচিত। স্টারইজম থাকলেই সব কিছু হয়ে যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *