অর্ণব মিদ্যার পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি ‘মেঘলা’। নামভূমিকায় থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে সামনে এসেছে ছবিতে মিথিলার লুক, যা প্রশংসা কুড়িয়েছে সিনে সমালোচক ও দর্শক মহলে।
‘মেঘলা’ এক প্রাণবন্ত মেয়ের গল্প, যে তার স্বামীর সঙ্গে পাহাড়ে বেড়াতে যায়। হঠাৎ করেই স্বামী আবিরকে হারিয়ে ফেলে সে। আবির হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, নাকি কেউ তাকে কিডন্যাপ করল! শুরু হয় আবিরকে খোঁজার পালা। এর পর হতে থাকে একটার পর একটা বিপর্যয়।
মেঘলা কি আদৌ পারবে সেই সব ঝড়ঝাপটা সামলাতে, পারবে কি জীবনযুদ্ধে টিকে থাকতে? পাবে কি মেঘ সরিয়ে রোদের দেখা? মূলত এই গল্পেই এগোবে ছবির কাহিনি।
ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহাসহ অন্যদের।
অর্ণব এর আগেও নারীকেন্দ্রিক ছবি পরিচালনা করেছিলেন। ‘অন্দরকাহিনী’র গল্প পছন্দ করেছিল দর্শক। এবারের ছবিও নারীকেন্দ্রিক। গল্প নির্বাচন থেকে কাস্টিং সবই যত্ন নিয়ে করতে হয়েছে পরিচালককে।