নজর২৪ ডেস্ক- সম্প্রতি নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। এর মধ্য আজ বৃহস্পতিবার সকালে পর্যন্ত মারা গেছেন ২৯ জন। এ ঘটনা নিয়ে নানাজনে নানান কথা বলছেন। এমনকি কেউ কেউ মসজিদ নিয়ে প্রশ্নও তুলেছেন। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদ বৈধভাবে গড়ে উঠেছে এবং মসজিদের মোতাওয়াল্লী জমি ওয়াকফ করে গেছেন এমনটা দাবি করেছেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সংঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, মসজিদ কখনো অবৈধ হয় না, এগুলো বলা দুঃখজনক।
নারায়ণগঞ্জ ওলামা পরিষদ এই দুঃখজনক ঘটনা শহিদদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও সহায়তা দানের পাশাপাশি সম্পূর্ণ অসহায় পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশের অনেকে রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে অবৈধ জমিতে, অনেক ক্লাব রয়েছে অবৈধ জমিতে- এসব নিয়ে কেউ কথা বলে না, মসজিদ নিয়ে কথা বলে।
তিনি বলেন, ওই মসজিদ বৈধ জায়গায় রয়েছে। মোতাওয়াল্লী মসজিদে জমি দান করেছেন। আমরা জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ পাওয়া গেছে। যদি তিতাসের কারণে এ ঘটনা ঘটে থাকে তাহলে তদন্তে প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, সহ সভাপতি আব্দুর কাদির, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও ইসা মহানগর সভাপতি মাওলানা মাছুম বিল্লাল।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি মোট ৩৭ জনের মধ্যে ২৯ জন মারা যাওয়ায় সেখানে এখনো ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।