বিনোদন ডেস্ক- তৃণমূলের সব সাংসদদের নিয়ে দিল্লিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর কংগ্রসের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন অভিষেক।
ওই বৈঠকে দলের সব সাংসদকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফে। কিন্তু ওই বৈঠকে হাজির ছিলেন না বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। এমনটাই জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
দিল্লিতে তৃণমূলের সংসদীয় কমিটির ওই বৈঠকে ছিলেন না চৌধুরি মোহন জাটুয়া, সদ্য তৃণমূলে যোগ দেওয়া লুইজিনহো ফেলেইরো, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান।
জিনিউজের খবরে বলা হয়েছে, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে শোকজ নোটিস পাঠাচ্ছে দল। অন্যদিকে, অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন জাটুয়া এবং ফেলেইরো দলের কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারবেন না বলে জানিয়ে দেন।
উল্লেখ্য, তিনদিন আগেই তৃণমূল সাংসদদের জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার দলের বৈঠকে সাংসদদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। যেসব সাংসদরা সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন তাদেরও আজকের বৈঠকে আসতে হয়েছে। যেমন কলকাতা পুরভোট নিয়ে ব্যস্ত ছিলেন সুব্রত বক্সী ও মালা রায়। তারাও উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। এরপরও মিমি ও নুসরাতের মতো সাংসদ বৈঠকে ছিলেন না। কেন তারা বৈঠকে ছিলেন না তার কারণ দর্শানোর নোটিস দেওয়া হচ্ছে দুই সাংসদকে।
জানা যায়, মিমি চক্রবর্তী এখন রাজস্থানে শুটিং করছেন। তবে নুসরাত কেন আসেননি তা জানা যায়নি।
