জীবিত থেকেই নিজেকে মৃত দেখছি: নাজনীন মুন্নী
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির উপস্থাপক ও সাংবাদিক নাজনীন মুন্নীকে ‘মৃত’ বলছে ফেসবুক। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজনীন মুন্নীর অফিসিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখানো হচ্ছে। সাধারণত, কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। ফেসবুক কর্তৃপক্ষ নাজনীন মুন্নীর প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা নাজনীন মুন্নীকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও…