১০ বছরের হাহাকার কিছুটা হলেও কমেছে: সাইমন

গুণী পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এরপর তার পরিচালনায় ‘পোড়ামন’ ছবিতে কাজ করে সফলতা পান সাইমন। এরপর বেশ কিছু ছবি করেছেন এ নায়ক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

তবে জাকির হোসেন রাজুর ছবিতে আবার কাজ করার প্রবল ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছে এবার পূরণ হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এ পরিচালকের সিনেমায় কাজ করেছেন সাইমন।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সাইমন বলেন, দীর্ঘ ১০ বছর পর আমার ওস্তাদের সাথে সিনেমার শুটিংয়ে অংশ গ্রহণ করাটা ছিলো আমার জন্য পুনর্জন্মের মতো। এ অনুভূতি আমি হয়তো প্রকাশ করতে পারবো না। তবে গত ১০ বছরের হাহাকার কিছুটা হলেও কমেছে।

তিনি বলেন, আমার প্রিয় কর্মস্থল বিএফসিডি দীর্ঘ ৪২ বছর পর সিনেমা নির্মাণ করছে। সেখানে আমার মত একজন নগন্য অভিনেতাকে ‘চাদর’ এ মোড়ানোর জন্য ওস্তাদ জাকির হোসেন রাজু ও বিএফডিসির এমডি মহোদয়কে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। এমন একটি মাইলফলকের সাথী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনীয় ‘চাদর’ সিনেমা পরিচালনা করছেন নির্মাতা জাকির হোসেন রাজু। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন সাইমন ও বুবলী।

চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।

চাদর সিনেমার জন্য বিএফডিসিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *