ঢাকা ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
বিনোদন ডেস্ক- ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এরই মধ্যে বেশ কটি বই প্রকাশিত হয়েছে তার। এবারো দুটি বই প্রকাশিত হয়েছে। প্রায়ই বইমেলায় যান তিনি। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
এ নিয়ে ভাবনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমার দোষ আমি হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি? সত্যি! আমাদের নানি-দাদিরা এখনো হাতাকাটা ব্লাউজ পরে থাকেন। এই ছবি সবাই পোস্ট করছে, আমাকে নিয়ে বাজে কথা লিখছে। অশ্লীল বলছে!’
যারা বিতর্কিত মন্তব্য করছেন তাদের অধিকাংশ পুরুষ। তাদের প্রতি কিছু প্রশ্ন রেখে ভাবনা লিখেছেন, ‘যারা পোস্ট করে বাজে কথা লিখছে তারা বেশিরভাগ পুরুষ। সব পুরুষকে খারাপ বলব কি করে? আমার বাবা তো আমাকে কখনো বলে দেয়নি কি পোশাক পরা উচিত? আমি কি পরব? আমরা নারীরা কি পরব তা ঠিক করবেন আপনি? আমার সত্যি কিছু বলার নেই। গত তিন-চারদিন ধরে আমি খুবই বিরক্ত এবং হতাশ। আমরা আসলেই কি নারীর সম্মান কখনই দিতে পারব না!’
ভাবনা বলেন, ‘একটি শ্রেণি সারা দিন ফেসবুকে পড়ে থাকে শুধু মেয়েদের ছবির নিচে বাজে মন্তব্য করার জন্য। এদের কাজ নেই। সারা দিন এরা ওঁৎ পেতে থাকে কখন মেয়েরা ছবি পোস্ট করবে আর সেখানে তারা বাজে মন্তব্য করবে।
এরা নিম্ন মানসিকতার। এদের মন্তব্য আমি দেখি না। কিন্তু দিনশেষে আমিও তো মানুষ, আমারও তো পরিবার আছে, কত সহ্য করা যায় এসব। এসব নিম্ন মানসিকতার মানুষদের চিকিৎসা করা উচিত। এদের চিকিৎসা হলো শাস্তি।’
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কয়েকটি ছবি ভাইরাল হয়। ছবিগুলো বইমেলায় কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় পাঠক ও ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন ভাবনা। সেখানে পোশাক নিয়ে অনেকে সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়ায়।
উপদেষ্টা সম্পাদক: নির্মল কুমার বর্মণ
ইমেইল: nojor24@gmail.com
যোগাযোগ: ১৮৫ নতুন এলিফ্যান্ট রোড, রোজ ভিউ প্লাজা, ঢাকা-১২০৫। © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | Developed By Bongshai IT