নেটদুনিয়ায় শরিফুল রাজের সঙ্গে ভাইরাল হওয়া স্ক্যান্ডাল নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন সুনেরাহ বিনতে কামাল। সামাজিক মাধ্যামে নাতিদীর্ঘ একটি ইংরেজি স্ট্যাটাসে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি। এবার তাকে সমর্থন করলেন অভিনেত্রী তমা মির্জা।
আত্মপক্ষ সমর্থন করে সুনেরাহর দেওয়া ওই পোস্টে তার হয়ে কথা বলেছেন তমা। সুনেরাহকে বিষয়টি নিয়ে মাথা না ঘামাতে পরামর্শ দিয়েছেন তিনি। মন্তব্যের ঘরে সুনেরাহকে মেনশন তমা লিখেছেন, ‘Ignore … Who cares (বাদ দাও, তাতে কী যায় আসে)।’
তবে তমার মন্তব্যের কোনো জবাব দেননি সুনেরাহ। আজ মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন।
ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ। এরপরই সুনেরাহ মুখ খোলেন। এবার বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিলেন তমা।