সর্বশেষ সংবাদ

ঘাটাইলে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫শে জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আঃ রশিদ মিয়া, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, ঘাটাইল দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযুদ্ধা অধ্যাপক মো. মতিয়ুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ৩২টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত