কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর জাতীয়তাবাদী উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (২৫জুলাই) কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ইরানী সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানাজ বেগম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাজীপুুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক গোল নাহার।
এ সময় আরও বক্তব্য রাখেন, পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক আমেনা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসরাত মনিসহ উপজেলা ৯ টি ইউনিয়ন ও পৌর ৯ টি ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দরা।
এসএইচ