টাঙ্গাইলে ট্রাক চাপায় সিএনজির ২ যাত্রী নিহত

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত ও ৩জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কালিহাতি উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসীর খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি সিএনজি নগরবাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজির ৫ যাত্রী আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *