আমি কোনো পাপ করিনি: ববি

‘প্রত্যেক চরিত্রের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম করতে হয়। ওই জায়গা থেকে এই চরিত্রটির জন্যও পরিশ্রম করতে হয়েছে।’ গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) পাপ সিনেমার সংবাদ সম্মেলনে এমনটাই বলছিলেন চিত্রনায়িকা ববি হক।

ঈদের বাকি মাত্র কয়েকদিন। আর এই ঈদে ববি’র মুক্তি প্রতিক্ষিত সিনেমা ‘পাপ’। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার।

গতকাল সংবাদ সম্মেলনে ববিকে প্রশ্ন করা হয়, জীবনে এমন কোনো পাপ করেছেন কি যা এই সিনেমার গল্পের সাথে মিলে যায়? উত্তরে ববি বলেন, ‘আমি এখানে কোনো পাপ করিনি। যারা পাপ করেছিল তাদের পেছনে ছিলাম।’

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘এটি একটি ক্রাইম থ্রিলার ছবি। একটি নতুন জনরার ছবি। দর্শক নতুন স্বাদের কিছু পাবেন এখানে। কারণ, এ ধরণের ছবি সাধারণত খুব একটা তৈরি হয় না আমাদের এখানে।’

সিনেমাটিতে শায়লা চরিত্রে অভিনয় করেছেন ববি। চরিত্রটিতে নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করতে হয়েছে প্রশ্নে ববি বলেন, ‘প্রত্যেক চরিত্রের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম করতে হয়। ওই জায়গা থেকে এই চরিত্রটির জন্যও পরিশ্রম করতে হয়েছে।’

ঈদ উৎসবকে ঘিরে মুক্তির মিছিলে রয়েছে বেশকিছু ছবি। সেসব ছবি মাঝে নিজের ছবি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ববি। কারণ হিসেবে তিনি জানান, তার অভিনীতি এই ছবিটি মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একেবারেই আলাদা।

সৈকত নাসিরের পরিচালনায় ‘পাপ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি। এর চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। প্রাযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *