উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে সিঙ্গাপুর গেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। সঙ্গে তার স্ত্রী ও ছেলে রয়েছেন।
আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অভিনেতা তার চোখের অস্ত্রোপচার করা হবে। স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে অস্ত্রোপচার শুরু হবে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিঙ্গাপুর থেকে দেশীয় একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ।
বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা সোহেল রানার চোখের ছানি অপারেশন করা হয়েছিল। কিন্তু চিকিৎসক অস্ত্রোপচার সফল দাবি করলে সেখানে বড় ধরনের ত্রুটি থেকে যায়- এমনটাই দাবি করেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
তিনি বলেন, ‘আমার বাবাকে ছানি অপারেশনের জন্য রাজধানীর নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ছানি অপারেশনের পরেই চোখে জটিলতা দেখা দেয়। তারা আমাকে যে ডিসচার্জ পেপার দেয় সেখানে বলা হয়েছে সফল অপারেশন। এও বলেছিল আরেকটা লেন্স বসাতে হবে।’
মাশরুর বলেন, ‘তারা দ্বিতীয় সার্জারি করে তাদের ভুলকে পাশ কাটাতে চাইছে, কিন্তু এটা আমি কেন হতে দেব? কেন এতো ঝুঁকি নেব? তারা ভুল করেছে। মাউন্ট এলিজাবেথএর চিকিৎসকেরা বিষয়টি দেখেছেন। তাই দ্রুত অপারেশনের ব্যবস্থা নিয়েছেন। সবার কাছে দোয়া চাই।’
ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেন তিনি। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তাঁর প্রযোজিত প্রথম সিনেমা।
সিনেমায় অবদান রাখায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা।