বারইয়ারহাটে পৌর মেয়রকে হত্যা চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল করিম খোকনকে গুলি করে হত্যা চেষ্টা ও ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বারইয়ারহাটে মানববন্ধন করেছে পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।

রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে উক্ত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুকের সভাপতিত্বে এবং তানভীর আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন দিদার, কাউন্সিলর আজিজুর রহমান মান্না, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান প্রমুখ।

বক্তারা বলেন, ফেনীর ফাজিলপুরের মজিবুল হক রিপন চেয়ারম্যানসহ বালু সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার ও মেয়র খোকনসহ ৪২ জনের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ ও আওয়ামীলীগ নেতাসহ দুইজন আহত হওয়ার ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামি করে মোট ২০ জনের নামে গত ১৫ অক্টোবর সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার পরিপেক্ষিতে ৪জনকে আটক করে সোনাগাজী থানা পুলিশ।

এরপর গত ১৭ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনকে প্রধান আসামি করে ৪২ জনের নামে ফেনীর আমলী আদালতে পাল্টা মামলা করে অপর পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *