আবার সংগ্রাম করতে হবে: চরমোনাই পীর

নজর২৪, ঢাকা- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পরও জনগণের নাগরিক ও ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হয়। মুক্তিযোদ্ধারা এমন স্বাধীনতার জন্য দেশকে স্বাধীন করেনি। জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও একটি সংগ্রাম করতে হবে। দেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া মাদরাসা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চরমোনাই মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীম আকরাম।

 

ইশা ছাত্র আন্দোলন চরমোনাই আলীয়া মাদরাসা শাখার সভাপতি মুহাম্মদ আবু সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চরমোনাই কওমিয়া ও আলীয়া শাখা নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পীর সাহেব চরমোনাই বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে নিয়ে সমঝোতায় পৌঁছতে হবে।

 

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে অতীত নির্বাচনের অভিজ্ঞতা কারোরই ভাল নয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব প্রতিদ্বন্ধি প্রার্থী যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র দাখিল করতে পারে। এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব জায়গায় প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পীর সাহেব চরমোনাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *