সর্বশেষ সংবাদ

আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক: তথ্যমন্ত্রী

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ইউরোপ সফর থেকে দেশে ফিরে বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ড. হাছান।

 

এ সময় পবিত্র রমজান ও বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে তিনি নতুন বছরে দেশ ও সমগ্র বিশ্বের করোনামুক্তি কামনা করেন।

 

সাম্প্রতিক প্রসঙ্গে সাংবাদিকরা হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলায় বাবুনগরী ও মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘নির্যাতনের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ’

 

‘নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিষয়টি স্পষ্ট এবং তখনকার পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী আল্লামা শাহ আহমদ শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাঙচুর করা, হাসপাতালে নেওয়ার পথে এক ঘণ্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা -এসবই সবাই দেখেছেন। ’

 

তিনি বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী সাহেব আমার নির্বাচনী এলাকার ও আমার পাশের ইউনিয়নের একজন আলেম ছিলেন। তার মতাদর্শ নিয়ে নানা কথা থাকলেও মানুষ হিসেবে তিনি ছিলেন সজ্জন। যারা মামলা করেছেন, তারাও আমার নির্বাচনী এলাকার মানুষ। আমি চাই, আমার নির্বাচনী এলাকার মানুষ আল্লামা শাহ আহমদ শফী সাহেবকে যারা নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার হোক। ’

 

গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হাঙ্গামার পর দিন হাসপাতাল মারা যান হেফাজতের প্রতিষ্ঠাতা। অভিযোগ উঠেছে, মাদ্রাসা ছাত্রদের একাংশ সেদিন শফীর কক্ষে ভাঙচুর করেছে, তার সঙ্গে অসদারণ, গালাগাল করেছে, তিনি অসুস্থ হয়ে গেলে অক্সিজেনের নল ছিড়ে ফেলা হয়েছে, অ্যাম্বুলেন্স ঢুকতে বাধা দেয়া হয়েছে।

 

এই ঘটনায় গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে মামলা করেন শফীর শ্যালক মাইনুদ্দীন। এতে শফীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

 

১২ এপ্রিল পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদালতে। এতে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।

 

প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানানো না হলেও ‘অবহেলাজনিত নরহত্যার’ বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই এর একজন কর্মকর্তা।

 

মামলার বাদী মঈনুদ্দীন এই তদন্তে সন্তোষ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তবে বাবুনগরী এক বিবৃতিতে দাবি করেছেন, আল্লামা শফীর মৃত্যু হয়েছে আল্লাহর নির্দেশে। পিবিআই তদন্ত ডাহা মিথ্যা।

 

মতবিনিময়ে পবিত্র রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও গোটা বিশ্বের করোনামুক্তি কামনা করেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন

বাংলাদেশের নির্বাচনে বাইরের থাবা পড়েছে: সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনে ‘বাইরের থাবা এসেছে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও...

গণভবনের আশপাশে মোবাইল হারালেন সাকিব আল হাসান

গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। রোববার (২৬...

সেরা পঠিত