কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী বন্ধুমঞ্চ ৮২র বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮মার্চ) দুপুরে আনন্দ পার্ক রিসোর্ট তালতলীতে গোলাম নবী বন্ধু মঞ্চ ৮২র বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন গোলাম নবী বন্ধু মঞ্চের সভাপতি লায়ন আহসান হাবীব। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোলাম নবী বন্ধু মঞ্চের সাধারণ সম্পাদক মমিনুর রহমান।
এই সময় উপস্থিত ছিলেন গোলাম নবী বন্ধু মঞ্চের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবু সাঈদ জনি, যুগ্ন আহবায়ক ইউসুফ আলী, গোলাম নবী বন্ধু মঞ্চের সদস্য মাসুদ কবীর স্বপন, আজিজুর রহমান, সোরহাব হোসেন, শামসুল হক, সরকার শামীম উজ্জামান, জলিলসহ ৮২র বন্ধু মঞ্চের সদস্যবৃন্দরা