ঢাকা ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২১
॥ হরতাল ও স্ট্রিট দা’ওয়াহ ॥
আলহামদুলিল্লাহ.. দেশব্যাপী শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। রাজপথ আর মহাসড়কগুলো দাড়িটুপি ওয়ালাদের নিয়ন্ত্রণে।
সারাদিন পুলিশ ভাইয়েরাও আপনাদের পাশেই রাস্তায় দাড়িয়ে থাকবে। ওনারা জাস্ট হুকুম বাস্তবায়নকারী। ওনারাও আমাদের ভাই। চাকরির জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ ওনাদের করতে হয়।
সারাদিন রাস্তায় যেহেতু একসাথেই কাটাবেন। এই সুযোগে ওনাদের কিছু দা’ওয়াহ দিন। ওনাদের সাথে কথা বলুন।
ওনাদেরকে জানান— ইমান কি এবং কুফর কি? কি করলে কোনটা অর্জিত হয়? আর, কোনটা বিসর্জন হয়। “আর আপনি তাদের উপদেশ দিতে থাকুন, নিশ্চই বিশ্বাসীরাই উপদেশে উপকৃত হয়”। [সূরা যারিয়াত, আয়াত: ৫৫]
(আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ফেসবুক থেকে সংগৃহীত)
উপদেষ্টা সম্পাদক: নির্মল কুমার বর্মণ
ইমেইল: nojor24@gmail.com
যোগাযোগ: ১৮৫ নতুন এলিফ্যান্ট রোড, রোজ ভিউ প্লাজা, ঢাকা-১২০৫। © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | Developed By Bongshai IT