
বিটিভিতে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে ‘হীরামন’
দেশের নানা অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকগাথার নিয়ে নির্মিত আলেখ্য অনুষ্ঠান ‘হীরামন’ ছিল বাংলাদেশ টেলিভিশনের দারুণ জনপ্রিয় একটি অনুষ্ঠান। চার দশক আগের সেই ‘হীরামন’ নতুন রূপে আধুনিক প্রযুক্তিতে তৈরি হয়ে ফিরছে বিটিভিতে। ‘রূপবান’ ও ‘ডালিম কুমার’র হাত ধরে হীরামনের পুনর্যাত্রা শুরু হবে বলে জানিয়েছে বিটিভি। নতুনভাবে ‘হীরামন’ প্রচার শুরু হচ্ছে রোববার (১৩ নভেম্বর) থেকে। সপ্তাহের তিন…