‘পরকীয়া করিনি’, অবশেষে মুখ খুললেন মাহির স্বামী
বিনোদন ডেস্ক- দুজনেরই দ্বিতীয় বিয়ে। প্রথম সংসার ভেঙে দ্বিতীয় পরিণতিতে উভয়ই চেষ্টা করছেন নিজেদের গুছিয়ে নেয়ার। অতীতের ফেলে আসা অন্ধকার সময়গুলো ভুলতে চাইছেন তারা। কিন্তু সেই পথেও আসছে বাধা। সমালোচনার তীর এসে বিদ্ধ করছে তাদের। সমালোচকরা শুধু বাইরের দৃশ্যই দেখেন, কিন্তু সব দৃশ্যের পেছনে যে আরও একটি অদৃশ্য সত্য থাকে তা দেখেন না কেউই।…